Friday, November 25

কানাইঘাটে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করায় স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক ভাবে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে মামলা মোকদ্দমার জের ধরে স্বামী কর্তৃক স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক ভাবে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কানাইঘাট থানায় শুক্রবার স্বামী ও দেবরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্ত্রী শিউলি আক্তার পারুল। অভিযোগে জানা যায়, কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ভাটিবারাপৈত গ্রামের মৃত নজিব আলীর পুত্র বিলাল উদ্দিন (৩৪) এর সাথে দিঘীরপার ইউপির হিম্মতেরমাটি গ্রামের মৃত কবির উদ্দিনের মেয়ে শিউলি আক্তার পারুল (২৩) এর অনুমানি ৪ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী বিলাল উদ্দিন ও তার পরিবারের লোকজন শিউলি আক্তারের উপর বিভিন্ন সময়ে যৌতুক দাবী করে শারীরিক ভাবে নির্যাতন করত। শিউলি আক্তারের পরিবারের কাছ থেকে প্রবাস যাওয়ার জন্য যৌতুক বাবদ ১লক্ষ টাকা স্বামী বিলাল আহমদ তিন বছর পূর্বে নিয়ে দুবাই চলে যায়। মাস খানেক পূর্বে বিলাল আহমদ দুবাই থেকে দেশে ফিরে এসে পুণরায় যৌতুক দাবী করে স্ত্রী শিউলি আক্তারের উপর শারীরিক ভাবে নির্যাতন আবার শুরু করে। স্বামীর বাড়ীর লোকজনের নির্যাতন সইতে না পেরে শিউলি আক্তার তার পিত্রালয়ে চলে যান এবং স্বামী বিলাল উদ্দিন, শাশুড়ী আজিজুন নেছার বিরুদ্ধে যৌতুক দাবী সহ বিভিন্ন অভিযোগ এনে গত ২ নভেম্বর সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কানাইঘাট আদালতে শিউলি আক্তার বাদী হয়ে দরখাস্ত মামলা নং ১৮৯/১৬ দায়ের করেন। আদালতে মামলা দায়েরের খবর পেয়ে দরখাস্ত মামলার আসামী স্বামী বিলাল উদ্দিন ও তার ভাই ইবজালুর রহমান শুক্রবার বাদ মাগরিবের সময় স্ত্রী শিউলি আক্তার পারুলের পিত্রালয়ে হানা দিয়ে দু’টি সাদা স্ট্যাম্পে স্বামী বিলাল ও দেবর ইবজালুর রহমান জোরপূর্বক ভাবে স্বাক্ষর নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতেই স্বামী ও দেবরের বিরুদ্ধে শিউলি আক্তার পারুল থানায় অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়