Monday, November 7

মেয়েদের ক্রিকেটে নতুন অধিনায়ক রুমানা


কানাইঘাট নিউজ ডেস্ক: শোনা গিয়েছিল যে টেস্ট অধিনায়ক পদে পরিবর্তন আসতে পারে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের সুসময়ে মুশফিকুর রহিমকে টেস্ট নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার বোকামি শেষপর্যন্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তাঁরা পরিবর্তন এনেছে নারী ক্রিকেট দলের অধিনায়ক পদে। সরিয়ে দিয়েছে জাহানারা আলমকে। নতুন অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার রুমানা আহমেদকে। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিকও আছে এই তরুণীর। পাশাপাশি দীর্ঘদিন থেকেই তিনি মেয়েদের দলের অপরিহার্য সদস্য। যে কারণে সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের ১৫-তম সভায় জাহানারাকে সরিয়ে তাঁর হাতেই নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঠিক হয়েছে আগামী ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্ব পর্যন্ত অধিনায়ক থাকবেন রুমানা। সেটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়