Friday, November 18

‌আজকের ম্যাচ জিতলে সব কিছু পাল্টে যাবে: মাশরাফি

‌আজকের ম্যাচ জিতলে সব কিছু পাল্টে যাবে: মাশরাফি

কানাইঘাট নিউজ ডেস্ক: আজ চট্টগ্রামে শুরু হচ্ছে কুমিল্লার দ্বিতীয় মিশন। আজ হেরে গেলে টুর্নামেন্ট থেকে তাদের ছিটকে পড়ার সম্ভাবনা প্রকট হয়ে দাঁড়াবে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রংপুরের বিপক্ষে লড়বে মাশরাফিরা।

রংপুর চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। ঢাকাপর্ব থেকে খালি হাতে ফিরে শূন্য হাতে সবার নিচে কুমিল্লা।

মাশরাফি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘অনেক প্রত্যাশা ছিল, সেই জায়গা থেকে এখন হয়তো সেভাবে পারফরম্যান্স করতে পারিনি। হয়তোবা একটা ম্যাচ যদি আমরা জিততে পারি, তাহলে ভিন্ন চিত্র হতে পারে। এই মুহূর্তে একটা জয় পেলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যেত। যেই কাজটি অনেক কঠিন মনে হচ্ছে। হয়তো সামনের ম্যাচে যদি জয়টা পেয়ে যাই তাহলে আমাদের পক্ষে অনেক কিছু আসবে।’

গত চার ম্যাচে হেরে খুবই রেগে আছেন মাশরাফি। তিনি বলেন, ‘নতুন কিছু করার তো আসলে নেই। যারা আছে তারা যদি পারফরম্যান্স না করে তাহলে নতুন কিছু করেও কোনও লাভ হবে না। এখন যারা ব্যর্থ হচ্ছে তারাই যদি ভালো করে তাহলে সবার মনে হবে এখানে হয়তো নতুন কিছু করা হয়েছে। সত্যি কথা বলতে, এখানে নতুন কিছু করার নেই।’

প্রায় প্রতিটা দলই নতুন নতুন বিদেশি খেলোয়াড় ভেড়াচ্ছে শক্তি বৃদ্ধি করার জন্য। কিন্তু তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না কুমিল্লার পক্ষ থেকে। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘যারা আছে তাদের নিয়ে খেলা যায় না এমনটা নয়। হয়তো দুই একটা জায়গায় সমস্যা আছে। হয়তোবা সব দলেরই আছে। কেউ হয়তো পারফরম্যান্স করে ওই জায়গাটা কভার করছে। আমরা সেটা পারছি না।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়