Sunday, November 27

জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী অধ্যক্ষ সিরাজুল ইসলামের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক: আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১৫নং ওয়ার্ড থেকে সদস্য পদপ্রার্থী কানাইঘাট সদর ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম কানাইঘাট ৫নং বড়চতুল ইউপি ও জৈন্তাপুর ৩নং চারিকাটা ইউপির নির্বাচিত প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার সকাল ১১টায় ১৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী অধ্যক্ষ সিরাজুল ইসলাম ১৫নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন চতুলী সহ পরিষদের ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের নিয়ে মতবিনিময় করেন। পরে অধ্যক্ষ সিরাজুল ইসলাম ১৫নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত জৈন্তাপুর চারিকাটা ইউপির নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন। চারিকাটা ইউপির চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েলের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় ১৫নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত ৭টি
ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, ১৫নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি এবং সকলের অনুরোধে তিনি সিলেট জেলা পরিষদের নির্বাচনে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে ১৫নং ওয়ার্ডের সুষম উন্নয়ন এবং এ ওয়ার্ডের মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য তিনি দলমতের উর্ধ্বে উঠে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। পৃথক মতবিনিময় সভায় চারিকাটা ইউপি ও বড়চতুল ইউপির নির্বাচিত জনপ্রতিনিধি অধ্যক্ষ সিরাজুল ইসলামের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, তার মতো একজন রাজনীতিবিদ সমাজহৈতশী ব্যক্তি জেলা পরিষদের নির্বাচনে ১৫নং ওয়ার্ড থেকে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়