নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বড়চতুল ইউপির চতুল এলাকায় মদ খেয়ে মাতলামি করার দায়ে কানাইঘাট থানা পুলিশ দুর্গাপুর গ্রামের মনোহর আলীর পুত্র বদরুল ইসলাম (৪০) ও লক্ষীপ্রসাদ গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র ইনছান আলী (৪১) কে গত রবিবার রাতে আটক করে। পরে আটককৃতদের সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতদের মামলা দায়েরের মাধ্যমে জনপ্রতি নগদ ৫হাজার টাকা করে ১০হাজার টাকা জরিমানা করেন। জরিমানার মাধ্যমে পরে বদরুল ইসলাম ও ইনছান আলীকে থানা হাজত থেকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়