Friday, November 4

নওগাঁয় পাটের গুদামে আগুণ

মান্দায় পাটের গুদামে আগুণ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় নুরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজারের এক ব্যক্তির ব্যক্তিগত পাটের গুদামঘরে আগুণ লেগে প্রায় ৩শ’ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার পাটসহ ৭ লাখ টাকার মালামাল পুড়েছে বলে জানিয়েছেন গুদামের মালিক আলহাজ্জ আহসান আলী।

এছাড়া আগুন নিভাতে গিয়ে স্থানীয় তিন জন আহত হয়েছে নিশ্চিত করেছে পুলিশ। তবে আহতদের নাম জানা সম্ভব হয়নি।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে নওগাঁ ও নিয়ামতপুরের দমকল বাহিনীর দুটি ইউনিটের কর্মীরা দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই গুদামে থাকা পাটসহ অনেক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

গুদাম মালিক আলহাজ্জ আহসান আলীর ছেলে মোজাহারুল ইসলাম বাদশা জানান, রাত ৯ টার দিকে তাদের পাটের গুদামে আগুণ দেখে এলাকাবাসী তাদের খবর দেন। পরে নওগাঁ ও নিয়ামতপুর দমকল বাহিনীর ইউনিটের দুইটি দল আগুণ নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন। দেড় ঘন্টার আপ্রাণ চেষ্ঠায় রাত সাড়ে ১০টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গুদামঘরের থাকা ৪শ’ ৯৫ মণ পাটের মধ্যে অধিকাংশ পুড়ে গেছে। এছাড়াও ঘরের টিন, অন্যান্যে আসবাবপত্র সব পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে সাড়ে ৫ লাখ টাকা পাটসহ ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গুদামে থাকা পাটের মধ্যে ৬০ ভাগ পাট পুড়ে গেছে। বর্তমানে বাজারে পাটের ১৭শ’ থেকে ১৮শ’ দরে প্রতি মণ কেনাবেচা হচ্ছে। এ হিসেব থেকে সাড়ে ৫লাখ টাকার পাট পুড়ে গেছে। এ ছাড়াও ঘরের অন্যান্যে মালামাল পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে স্থানীয় তিন জন আহত হয়েছেন। তবে আহতদের দ্রুত হাসপাতালে নেয়ায় তাদের নাম জানা সম্ভব হয়নি।

ওসি আরো জানান, এ ব্যাপারে থানায় সাধারণ ডাইরি দায়ের করা হয়েছে। শর্ক সার্কিট থেকে আগুণ লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে অন্য কোন ভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়