Sunday, November 13

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স গ্রহন করবেন হুইপ সেলিম


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাটের জনসাধারনের স্বাস্থ্য সেবার প্রয়োজনে বিভিন্ন সময়ে সংসদে এবং সংসদের বাইরে দাবী উত্তাপনের মাধ্যমে দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি এম্বুলেন্স বরাদ্দ করা হয়েছে। আগামীকাল সোমবার কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্সটি স্বাস্থ্য মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিমের কাছ থেকে গ্রহন করবেন বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি। গত ১৭ই অক্টোবর মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিমের কাছ থেকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি নতুন এম্বুলেন্স গ্রহন করেন বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি। আরেকটি এম্বুলেন্সটি বরাদ্দ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন হুইপ সেলিম উদ্দিন এমপি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়