কানাইঘাট নিউজ ডেস্ক:
আমরা অনেকেই এটিএম বুথ থেকেনিয়মিত টাকা তুলছি। কিন্তু এই এটিএম বুথ ব্যবহার
থেকেই মারাত্মক রোগে আক্রান্ত হতে পারি আমরা বা আমাদের পরিবারের কেউ।
নিউ ইর্য়ক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ জেন কার্লটন জানিয়েছেন, এ টি এম–এর কিপ্যাড থেকে যে জীবাণু পাওয়া গেছে তা রোগবাহী। মানুষের আঙুলে লেগে থাকা খাবারের অবশিষ্ট অংশ শরীরে নানা রোগ বহন করে। একই কিপ্যাড ব্যবহার করলে সেই জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে। এর ফলে, ভাইরাল বা ব্যাকটেরিয়াল যে কোন সংক্রমণ ছড়িয়ে পড়ছে একে অপরের থেকে।
ফ্লু, ইনফ্লুয়েনজা, যক্ষা জাতীয় অসুখ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
নিউ ইর্য়ক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ জেন কার্লটন জানিয়েছেন, এ টি এম–এর কিপ্যাড থেকে যে জীবাণু পাওয়া গেছে তা রোগবাহী। মানুষের আঙুলে লেগে থাকা খাবারের অবশিষ্ট অংশ শরীরে নানা রোগ বহন করে। একই কিপ্যাড ব্যবহার করলে সেই জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে। এর ফলে, ভাইরাল বা ব্যাকটেরিয়াল যে কোন সংক্রমণ ছড়িয়ে পড়ছে একে অপরের থেকে।
ফ্লু, ইনফ্লুয়েনজা, যক্ষা জাতীয় অসুখ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়