Wednesday, November 30

ব্যবসার বিশাল সাম্রাজ্য ছাড়ছেন ট্রাম্প

ব্যবসার বিশাল সাম্রাজ্য ছাড়ছেন ট্রাম্প

কানাইঘাট নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ব্যক্তি সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ট্রাম্প। তাকে নিয়ে আলোচনা সমালোচনায় কিছুই মনে করছেন যুক্তরাষ্ট্রের নতুন এই প্রেসিডেন্ট। নির্বাচনের আগে অনেক কথা বললেও জয়ের পর অন্যরকম ট্রাম্পকেই দেখছে বিশ্ব।

প্রেসিডেন্টের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তার ব্যবসার বিশাল সাম্রাজ্য ছাড়ছেন ধনকুবের ট্রাম্প। সম্প্রতি এ বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে দেয়া এক টুইটে তিনি এ ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রকে পরিচালনায় গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ব্যবসা ছেড়ে দিতে তাকে বাধ্য করা হয়নি; কারণ এটি পরিষ্কারভাবে গুরুত্বপূর্ণ। নিজে ব্যবসা থেকে সরে গিয়ে সন্তানদের হাতে তিনি এ দায়িত্ব তুলে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও মার্কিন এই ধনকুবের তার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ নিয়ে দেশটিতে সমালোচনার মুখে পড়েন তিনি।

মার্কিন এই ধনকুবের বলেছেন, আগামী ১৫ ডিসেম্বর পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করবেন। ওই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন তিনি।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়