Sunday, November 20

ভারতের রেল দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ভারতের রেল দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের কানপুরে রেল দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ শোক জানান।

শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে ইন্দোর-পাটনা এক্সপ্রেসের একটি ট্রেন লাইনচ্যুত হয়। এতে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে আরও প্রায় ২০০ জন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়