Monday, November 7

এফবিআইয়ের ওপর খেপেছেন ট্রাম্প

এফবিআইয়ের ওপর খেপেছেন ট্রাম্প

কানাইঘা্ট নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল ইস্যুর খবরটা শুনেই চটে গেছেন।

ই-মেইলে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি মর্মে হিলারি ক্লিনটনকে ফের অব্যাহতি দেওয়ার ঘোষণায় দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) ওপর চটেছেন ট্রাম্প।

সোমবার বিবিসি জানায়, এফবিআইয়ের বিরুদ্ধে অনুচিত কাজের অভিযোগ এনেছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী।এফবিআইয়ের পরিচালক জেমস কোমি বলেছেন, হিলারির ই-মেইল বিষয়ে নতুন তদন্তে সংস্থার আগের অবস্থান পরিবর্তন করার মতো কিছু পাওয়া যায়নি। তার ই-মেইলে অপরাধমূলক কিছু মেলেনি।

এফবিআইয়ের ঘোষণার পর হিরঅরি শিবিরে স্বস্তি এসেছে। হিলারির প্রচার শিবির বলেছে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী যে অব্যাহতি পাবেন, সে ব্যাপারে তারা আত্মবিশ্বাসী ছিল। দীর্ঘ সময় ধরে চলা ইস্যুটির সুরাহা হওয়ায় তারা খুশি।

অন্যদিকে, এফবিআইয়ের সিদ্ধান্ত শুনে বেজায় খেপেছেন ট্রাম্প। তিনি বলেন, হিলারি দোষী। তিনি নিজেও তা জানেন। জানে এফবিআই, জানে জনগণ।

এখন এ বিষয়ে বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিয়েছেন ট্রাম্প। ৮ নভেম্বরের নির্বাচনে ব্যালটের মাধ্যমে হিলারির বিচার করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়