Tuesday, November 15

বাসায় বাঘ রাখায় এক নারী গ্রেফতার!


কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিজের বাড়িতে তিনটি বাঘ, একটি বনবিড়াল, একটি ভোঁদড়,একটি শিয়াল এবং একাধিক বানর রাখার অভিযোগে ত্রিশা মেয়ে (৩৪) নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ত্রিশার সঙ্গে ১৪ বছর বয়ষী কন্যাও হাউসস্টনের একটি বাড়িতে এই প্রাণীগুলোর সঙ্গে বাস করতেন। দীর্ঘ এক মাসের তদন্ত শেষে সোমবার তার বিরুদ্ধে চুরি এবং শিশুর জন্য ভয়ানক এমন অভিযোগ পুলিশ তাকে গ্রেফতার করে। ত্রিশার বাসায় বাঘ রাখার অনুমতি থাকলেও অন্য প্রাণীগুলো রাখার কোন অনুমতি ছিল না। এছাড়াও তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছিল। ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি ত্রিশাকে একটি সাভানা প্রজাতির বিড়াল ছানার জন্য ৩ হাজার ডলার পরিশোধ করেও তা পাননি। এরপরই পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। এই প্রসঙ্গে ত্রিশা বলেন, তিনি বাঘ ছাড়া অন্য প্রণীদের অবাদে চলাফেরার জন্য ছেড়ে রাখতেন। কিন্তু তার অনুপস্থিতিতে বাঘগুলো বিপজ্জনক হয়ে উঠতে পারে। এমনকি বানর গুলোও বদমেজাজী হয়ে মানুষদের আক্রমণ করতে পারে। বাড়ির মালিক এ প্রাণীগুলোর ব্যাপারে জানতে পেরে ত্রিশা মায়ারকে বাড়ি থেকে বের করে দেন। তখন তিনি তার প্রাণী গুলোসহ হাউসস্টনের ওই বাড়ি থেকে পালিয়ে যান। অবশেষে পুলিশ তাকে নাভাদা’র নাইয়ি কান্ট্রি থেকে আটক করে। তার বাঘগুলোকে বাজেয়াপ্ত করা হয় এবং তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়