কানাইঘাট নিউজ ডেস্ক: ভারত জুড়ে চলছে নোট ভোগান্তি। আজ সপ্তাহ ঘুরল নোট বাতিলের। ব্যাংক আর ATM-গুলোর সামনে লম্বা লাইন।
ভোর ৬টা থেকে লাইন দিচ্ছেন মানুষ। সন্ধ্যা ৬টা, এমনকী ৮টার সময়েও মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ভোগান্তির জেরে মানুষের মধ্যে দেখা দিচ্ছে অসন্তোষ।
এমন সময়ই হুইল চেয়ারে বসে টাকা বদলের লাইনে এক বৃদ্ধা৷ তিনি ভারতের প্রধানমন্ত্রীর ৯০ বছরের বৃদ্ধা মা হিরাবেন মোদি৷
কোনও VIP সুবিধা নেওয়া নয়। দেশের অন্যান্য প্রবীণ নাগরিকদের মতই গান্ধিনগরের একটি ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টাকা বদল করলেন হীরাবেন মোদি। তার কাছে থাকা ৯টি ৫০০ টাকার নোট বদল করে নতুন টাকায় ৪৫০০ টাকা নেন তিনি।
ভোর ৬টা থেকে লাইন দিচ্ছেন মানুষ। সন্ধ্যা ৬টা, এমনকী ৮টার সময়েও মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ভোগান্তির জেরে মানুষের মধ্যে দেখা দিচ্ছে অসন্তোষ।
এমন সময়ই হুইল চেয়ারে বসে টাকা বদলের লাইনে এক বৃদ্ধা৷ তিনি ভারতের প্রধানমন্ত্রীর ৯০ বছরের বৃদ্ধা মা হিরাবেন মোদি৷
কোনও VIP সুবিধা নেওয়া নয়। দেশের অন্যান্য প্রবীণ নাগরিকদের মতই গান্ধিনগরের একটি ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টাকা বদল করলেন হীরাবেন মোদি। তার কাছে থাকা ৯টি ৫০০ টাকার নোট বদল করে নতুন টাকায় ৪৫০০ টাকা নেন তিনি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়