Wednesday, November 30

শ্রীদেবী কন্যার সঙ্গে শহিদ কাপুরের ভাই

শ্রীদেবী কন্যার সঙ্গে শহিদ কাপুরের ভাই

কানাইঘাট নিউজ ডেস্ক: বলিউডের দাপুটে পরিচালকদের একজন করণ জোহর। বর্তমানে নামীদামী অনেক অভিনেতা অভিনেত্রী উঠে এসেছেন তার হাত ধরে। নতুন নতুন প্রতাভাবান শিল্পীদের নিয়ে কাজ করতে ভালো লাগে করণের।

তারই ধারাবাহিকতায় এবার এক সময়ে বলিউডে ঝড় তোলা নায়িকা শ্রীদেবীর কন্যা জাহ্নবি এবং বলিউডের প্রতিষ্ঠিত নায়ক শহিদ কাপুরের ভাই ঈশানকে নিজের ছবিতে অভিনয়ের সুযোগ করে দিচ্ছেন করণ।

মারাঠি ছবি সৈরাটের রিমেক করতে যাচ্ছেন করণ জোহর। সেই ছবিতেই তাদের দেখা যাবে।

বলিউডে এখনও নিজের ক্যারিয়ার শুরু করেননি ঈশান। কিন্তু তিনি ইতিমধ্যেই সেলেব্রিটি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স প্রায় ৩০ হাজার।

ঈশানের মা নীলিমা আজিম জানিয়েছেন, শহিদের মতো ঈশানও বলিউডে আসছেন। প্রথমে শোনা গিয়েছিল সারা আলি খানের সঙ্গে তাকে স্টুডেন্ট অফ দা ইয়ার টু-এ দেখা যাবে। কিন্তু চরিত্রটি শেষমেশ পান টাইগার শ্রফ। তবে এবার নাকি খবরটা সত্যিই। সৈরাটের হিন্দি রিমেকে জাহ্নবী কাপুরের বিপরীতে দেখা যাবে তাকে।

বনি কাপুর জানিয়েছেন, করণ জোহরের সঙ্গে তাদের জাহ্নবীকে নিয়ে কথা হয়েছে। তারা সম্মতি দিয়েছেন। কিন্তু কোন ছবিতে জাহ্নবীকে কাস্ট করতে চলেছেন করণ, তা তারা জানেন না। তবে সম্প্রতি সৈরাটের হিন্দি রিমেক নিয়ে কথা হচ্ছে। তাহলে হয়তো ওই ছবিতেই দেখা যাবে জাহ্নবী কাপুরকে।

গত ৩ বছর ধরে শোনা যাচ্ছে জাহ্নবী কাপুর নাকি বলিউডে অভিনয় শুরু করবেন। কিন্তু শ্রীদেবী জানিয়েছিলেন, জাহ্নবীর ক্ষেত্রে ক্যারিয়ার শুরুর জন্য সেটা আদর্শ সময় ছিল না। আগে পড়াশোনা শেষ হোক। জাহ্নবী নিজের জীবন উপভোগ করুক, তারপর তিনি বলিউডে ক্যারিয়ার শুরু করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়