Friday, November 18

বেফাক মহাসচিব মাওলানা আবদুল জাব্বার আর নেই


কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসের মহাসচিব মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।) তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেফাকের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুসলেহুদ্দীন রাজু ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মাওলানা আবদুল জাব্বার দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়বেটিকস ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত সপ্তাহে তাঁকে প্রথমে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তারদের পরামর্শে হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানেই তিনি মারা যান। মাওলানা আবদুল জাব্বার ১৯৩৭ সালের আগস্টে বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কওমি মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন। এই বোর্ডের অধীনে পাঁচ হাজারের বেশি মাদ্রাসা রয়েছে। বেফাকের উন্নতি অগ্রগতির পেছনে মাওলানা আবদুল জব্বারের বিশেষ ভূমিকা রয়েছে। তাঁর ইন্তেকালে আলেম-ওলামা ও মাদরাসা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। --ঢাকাটাইমস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়