Saturday, November 5

আপাতত স্থগিত বিপিএল, ফের শুরু ৮ নভেম্বর

আপাতত স্থগিত বিপিএল, ফের শুরু ৮ নভেম্বর

কানাইঘাট নিউজ ডেস্ক: নিম্নচাপ 'নাডা'র প্রভাবে সারাদেশে বৃষ্টি ও বৈরি আবহাওয়া চলছে। আর এ কারণে গতকাল শুরু হওয়া বিপিএলের কোনো ম্যাচই মাঠে গড়াইনি।

গতকালের দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর আজ বিকেলের ম্যাচটিও পরিত্যক্ত হয়। এদিকে আবহাওয়ার কোনো পরিবর্তন না হওয়ায় এবং রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত থাকায় পরবর্তী ম্যাচও মাঠে গড়াবে না।

আবহাওয়ার এমতাবস্থায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ আপাতত স্থগিত করেছে কর্তৃপক্ষ। আগামী ৮ নভেম্বর থেকে আবার শুরু হবে বিপিএলের চতুর্থ আসর।

এদিকে,  ৪, ৫ ও ৬ নভেম্বরের যে ছয়টি ম্যাচ বৃষ্টির কারণে হচ্ছে না সেগুলো নিয়ে বিপিএলের গভর্নিং কমিটির সদস্য ইসমাইল মল্লিক জানান, ''বাইলস অনুযায়ী যদি উভয় দল নতুন তারিখে ম্যাচ খেলতে আগ্রহী হয় তবেই ম্যাচ আবারো আয়োজন করা হবে। এজন্য দলগুলোকে আজ রাত ১০ টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।''

দলগুলো সম্মতি দিলে, একই দিনে তিনটি ম্যাচ আয়োজনের কথাও বলা হয়। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ''গত ম্যাচগুলো ফিল-আপের জন্য একটা ম্যাচ ডেতে ৩ টা ম্যাচও আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে প্রথম ম্যাচটা ১০ টার দিকে আয়োজন করা হতে পারে।''

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়