Wednesday, November 2

চীনে কয়লা খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

চীনে কয়লা খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৩
কানাইঘাট নিউজ ডেস্ক: চীনের চংচিং শহরের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় আটকে পড়া ৩৩ জন সবাই প্রাণ হারিয়েছে বলে আজ বুধবার স্থানীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে।

গত সোমবারের ওই বিস্ফোরণের ঘটনায় ৩৩ জন আটকা পড়ার খবর ‍জানা যায়। কিন্তু মঙ্গলবার সকালে আটকা পড়াদের মধ্যে ১৩ জন নিহতের খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। সর্বশেষ আজ আটক সবাই নিহত হয়েছে বলে জানানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, খনিটির ৩৫ জন শ্রমিকের মধ্যে দুই মাত্র বের হতে পেরেছিলেন। লাইসু শহরের জিংনশাগু নামের খনিটি ব্যক্তিমালিকানায় পরিচালিত হতো।

দেশটিতে প্রায়ই খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কতৃপক্ষ এ ঘটনার সুষ্ঠু তদন্তের আদেশ দিয়ে জানান, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

এছাড়া স্থানীয় অন্যান্য খনিগুলো সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলে সিনহুয়া জানিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়