Sunday, November 27

বিয়ানীবাজার কলেজের প্রাক্তন অধ্যক্ষের মৃত্যুতে হুইপ সেলিমের শোক


কানাইঘাট নিউজ ডেস্ক: বিয়ানীবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও দাসেরবাজার আদর্শ কলেজের অধ্যক্ষ অধ্যাপক রস্তুম আলী খান’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি। এক শোক বার্তায় বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, অধ্যাপক রস্তুম আলী আমৃত্যু শিক্ষার প্রসারে কাজ করেছেন। মানুষ গড়ার কারিগর অধ্যাপক রস্তুম আলীর মতো শিক্ষাদরদি ব্যক্তিকে হারিয়ে আজ পুরো শিক্ষাপরিবার ব্যথিত। তিনি মরহুমের রোহরে মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। রবিবার সকাল ৭টা ২০মিনিটের সময় লাউতা ইউনিয়নের গজারাই গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়