Friday, November 18

ঢাকা-মাওয়া ও পাচ্চর-ভাঙ্গা মহাসড়ক চার লেনের কাজ শুরু

ঢাকা-মাওয়া ও পাচ্চর-ভাঙ্গা মহাসড়ক চার লেনের কাজ শুরু

কানাইঘাট নিউজ ডেস্ক: ঢাকা থেকে মাওয়া এবং পাচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ৫৫ কিলোমিটার দীর্ঘ এ লেনের ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ছয় হাজার দুই শ’ বায়ান্ন কোটি টাকা।

এটিই হবে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। বৃহস্পতিবার ঢাকা মাওয়া সড়কের কেরানীগঞ্জ এলাকায় নবনির্মিত কেন্দ্রীয় কারাগার সংলগ্ন স্থানে নির্মাণকাজের সূচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মহাসড়কের দু’পাশে ধীরগতির যানবাহনের জন্য থাকবে পৃথক লেন। কোনও ট্রাফিক ক্রসিং থাকবে না। এতে যানবাহনসমূহ নিরবচ্ছিন্ন চলাচল করতে পারবে বলে জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের আরো বলেন, একই সময়ে শেষ হবে পদ্মা সেতু এবং এক্সপ্রেসওয়েটির নির্মাণকাজ। এ প্রকল্পটির আওতায় মহাসড়কে ৪টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভারপাস এবং ২১টি আন্ডারপাস নির্মাণ করা হবে। সড়কের মাঝখানে পাঁচ মিটার প্রশস্ত মিডিয়ানও থাকবে।

মন্ত্রী বলেন, দেশের মহাসড়কগুলো এখন সকাল, সন্ধ্যা এবং রাতে কুয়াশাছন্ন থাকে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তিনি গাড়ি চালকদের সতর্কতার সাথে এবং নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে অনুরোধ করছি।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন-পশ্চিম এর মহাপরিচালক ব্রি.জে. মো. আহসানুল কবির, প্রকল্প পরিচালক কর্ণেল ইফতেখার আনিছ, সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়