Thursday, November 24

সমকাল সুহৃদ সমাবেশ এর ঢাবির সভাপতি হলেন কানাইঘাটের আতিক


নিজস্ব প্রতিবেদক: সমকাল সুহৃদ সমাবেশের কার্যক্রম আরও গতিশীল এবং সুহৃদদের প্রাণোচ্ছল করার লক্ষ্যে পুনর্গঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি। ৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কানাইঘাটের আতিকুর রহমান। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমকাল সুহৃদ সমাবেশ এবং রিভারাইন পিপল-এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় নদী অলিম্পিয়াড ২০১৬-এর বিভাগীয় অলিম্পিয়াডের পঞ্চম আসরে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। নতুন কমিটি গঠনের মাধ্যমে নতুন কার্যক্রম সাধনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সমকাল সুহৃদ সমাবেশ সৃজনশীল কাজের মাধ্যমে দেশ ও দশের মঙ্গল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন এবং তিনি ভালো কাজের সঙ্গে থাকায় নতুন সদস্যদের শুভেচ্ছা জানান। আতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র । তার গ্রামের বাড়ি কানাইঘাট পৌরসভার দলইরমাটি গ্রামে। সে কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র ও কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক লুতফুর রহমানের তৃতীয় ছেলে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়