Tuesday, November 22

জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাবের শোক


নিজস্ব প্রতিবেদক: দৈনিক সিলেট বাণীর সম্পাদক ও প্রকাশক সিলেটের সাংবাদিক অঙ্গনের অভিভাবক আলহাজ্ব মোঃ জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, দৈনিক সিলেট বাণীর সম্পাদক আলহাজ্ব মোঃ জাহিরুল হক চৌধুরী সিলেটের একজন সৎ নিবেদিত প্রাণ সাংবাদিক ছিলেন। পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেটের বিভিন্ন ন্যায্য দাবী দাওয়া বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজ তাদের একজন অভিভাবক এবং সিলেট বাসী একজন নিবেদিত প্রাণ ব্যক্তিত্বকে হারিয়েছে যা সহজে পূরণ হওয়ার মতো নয়। শোক দাতারা হলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ হান্নান, সহ সভাপতি বাবুল আহমদ, আব্দুর রব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, সাহিত্য সম্পাদক মাহবুবুর রশিদ, সিনিয়র সদস্য মঈনুল হক বুলবুল, শাহজাহান সেলিম বুলবুল, কাওছার আহমদ, আব্দুন নুর, মিসবাউল ইসলাম চৌধুরী, নতুন দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও কানাইঘাট ডাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, যুগভেরী পত্রিকার কানাইঘাট উপজেলা প্রতিনিধি সুজন চন্দ অনুপ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়