Tuesday, November 22

সুব্রত চক্রবর্তীর মুক্তির দাবীতে কানাইঘাটে বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবীতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল ইসলামের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর আলমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, আব্দুন নুর, আব্দুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহফুজুল আলম চৌধুরী, সংগঠনের এবাদুর রহমান, কবির আহমদ, তাজ উদ্দিন, মাসুম উদ্দিন, মুসলিম উদ্দিন, কয়ছর আলম, মজির উদ্দিন, শাহাব উদ্দিন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের উপর দায়েরকৃত মামলাটি ষড়যন্ত্র মূলক দাবী করে অবিলম্বে তার মুক্তির দাবী জানানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়