নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ বলেছেন বাংলাদেশে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের মঠ-মন্দীরে হামলা, বাড়ি-ঘরে লুটপাট হচ্ছে তার জন্য ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন সরকারকে করতে হবে। তিনি আরো বলেন, বিগত দিনে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করার কারনে হামলাকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি ঘটে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর, হবিগঞ্জের মাধবপুর এবং সুনামগঞ্জের ছাতক সহ অন্যান্য স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলা, লুটপাট ও নির্যাতনের জন্য পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে দায়ী করেন তিনি হামলাকারীদের দ্রুত বিচার আইনে শাস্তি-প্রদানের জন্য সরকারের প্রতি দাবী জানান। এডভোকেট রঞ্জন ঘোষ শুক্রবার বিকেল ২টায় ডাকবাংলো প্রাঙ্গনে কানাইঘাট উপজেলা ও পৌর শাখা ছাত্র যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত সম্মেলন উদ্বোধন করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের সভাপতি বাবু দূর্গা কুমার দাস। উপজেলা ও পৌর শাখা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি বিধান চৌধুরী ও বিপ্লব কান্তি দাস অপুর যৌথ সভাপতিত্বে ও সুমন চন্দ্র দাস ও বিধু লাল দাসের যৌথ পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ধনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ শর্মা, পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি সুদীপ্ত চক্রবর্তী, বর্তমান সভাপতি মাষ্টার সলীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ভজন লাল দাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ নেতা সবিনয় মল্লিক, পৌর শাখা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মিলন কান্তি দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন, সুজন রাম দাস, রিপন কুমার দাস, সঞ্চিত রায়, অনুপ দাস দিপু, দিপু চৌধুরী প্রমুখ। সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে বিধান চৌধুরীকে সভাপতি, লিটন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক ও মুন্না চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা এবং বিপ্লব কান্তি দাস অপুকে সভাপতি, সুমন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে পৌর শাখার ছাত্র যুব ঐক্য পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়