Sunday, November 27

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরি অবতরণ

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরি অবতরণ

কানাইঘাট নিউজ ডেস্ক: হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য জানান। তবে ত্রুটি মেরামতের পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বুদাপেস্টের উদ্দেশ‌্যে রওনা হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীকে হাঙ্গেরি পৌঁছে দিতে বিকল্প ব‌্যবস্থা হিসেবে ঢাকা থেকে লন্ডনমুখী বিমানের বিজি০০১ ফ্লাইটকে ঘুরিয়ে তুর্কমেনিস্থানে নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনা আগের বিমানেই বুদাপেস্টের দিকে রওনা হওয়ায় হিথ্রোগামী আকাশপ্রদীপ আবার নির্ধারিত গন্তব‌্যে উড়াল দেয়।

শাকিল মেরাজ জানান, ত্রুটি সারিয়ে টেস্ট রান দেখে বাংলাদেশ সময় সন্ধ‌্যা ৬টা ৩৭ মিনিটে বিমানটি সবাইকে নিয়ে হাঙ্গেরির উদ্দেশ‌্যে রওনা হয়।

তিনি আরো জানান, বিমান বহরে ‘রাঙা প্রভাত’ নাম পাওয়া বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ ৯৯ জন যাত্রী এবং ২৯ জন ক্রু রয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আকস্মিক ইঞ্জিনে তেলের চাপ কমে গেলে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ সময় আড়াইটায় তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে।

প্রধানমন্ত্রী প্রথমবারের মতো হাঙ্গেরি যাচ্ছেন। দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণে এ সফরে শেখ হাসিনা পানি সম্মেলন-২০১৬ তে অংশ নেবেন।

এছাড়া দুই দেশের সরকারি-বেসরকারি পর্যায়ে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথাও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

জাতিসংঘ ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য শেখ হাসিনা। এ প্যানেলের অন্য সদস্যরা হলেন- হাঙ্গেরি, মরিশাস, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, পেরু ও সেনেগালের রাষ্ট্রপতি এবং অস্ট্রেলিয়া, জর্ডান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়