কানাইঘাট নিউজ ডেস্ক:
হ্যামিলটনে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ
টেস্টেও হানা দিয়েছে বৃষ্টি। যে কারণে দিনে খেলা হয়েছে মাত্র ২১ ওভার।
বৃষ্টির হওয়ায় প্রথম দিন শেষে টস হারা নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭৭
রান।
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে বলই মাঠে গড়াতে পারেনি।। এই টেস্টের প্রথম দিনও বৃষ্টির মধ্যস্থতা দেখলো নিউজিল্যান্ড-পাকিস্তানের খেলোয়াড়রা। বৃষ্টির কারণে সঠিক সময়ে শুরু হতে পারেনি এই টেস্ট। এরপর বৃষ্টি কমে গেলে প্রায় ১ ঘন্টা পর হওয়া টস ভাগ্যে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী।
শ্বশুরের মৃত্যু ও এক ম্যাচ নিষিদ্ধ থাকায় বর্তমানে দেশে আছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ।
ইনিংসের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়েছিলেন নিউজিল্যান্ডের ওপেনার জিত রাভাল। কিন্তু ধরতে পারেননি, পাকিস্তানের ফিল্ডার। তাই দুর্ভাগ্য মোহাম্মদ আমিরের। এক বল পর আবারো ক্যাচ মিসের মহড়া দেখান পাকিস্তানের ফিল্ডাররা। ফলে এ যাত্রাও বেঁচে যান রাভাল।
তবে রাভাল বেঁচে গেলেও ওই ওভারের শেষ বলে ঠিকই উইকেট শিকার করেন আমির। মুখোমুখি হওয়া নিজের প্রথম বলেই সামি আসলামের হাতে ক্যাচ দিয়ে ফিরেন আরেক ওপেনার টম লাথাম।
এরপর ক্রিজে রাভালের সঙ্গী হন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনিও। দেখেশুনে শুরু করলেও সোহেল খানের শিকারে পরিণত হয়ে ১৩ রানে আউট হন উইলিয়ামসন।
২১ ওভার শেষে বৃষ্টিতে দিনের খেলার পরিত্যক্ত হবার আগে দিন শেষে দু’বার জীবন পেয়ে ৩৫ রানে অপরাজিত থেকে যান রাভাল। তার সঙ্গী রস টেইলর অপরাজিত ছিলেন ২৯ রানে। ২০ বলে ৬টি চারে নিজের মারমুখী ইনিংসটি সাজান টেইলর।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৭৭/২, ২১ ওভার (রাভাল ৩৫*, টেইলর ২৯*, আমির ১/১৫)।
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে বলই মাঠে গড়াতে পারেনি।। এই টেস্টের প্রথম দিনও বৃষ্টির মধ্যস্থতা দেখলো নিউজিল্যান্ড-পাকিস্তানের খেলোয়াড়রা। বৃষ্টির কারণে সঠিক সময়ে শুরু হতে পারেনি এই টেস্ট। এরপর বৃষ্টি কমে গেলে প্রায় ১ ঘন্টা পর হওয়া টস ভাগ্যে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী।
শ্বশুরের মৃত্যু ও এক ম্যাচ নিষিদ্ধ থাকায় বর্তমানে দেশে আছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ।
ইনিংসের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়েছিলেন নিউজিল্যান্ডের ওপেনার জিত রাভাল। কিন্তু ধরতে পারেননি, পাকিস্তানের ফিল্ডার। তাই দুর্ভাগ্য মোহাম্মদ আমিরের। এক বল পর আবারো ক্যাচ মিসের মহড়া দেখান পাকিস্তানের ফিল্ডাররা। ফলে এ যাত্রাও বেঁচে যান রাভাল।
তবে রাভাল বেঁচে গেলেও ওই ওভারের শেষ বলে ঠিকই উইকেট শিকার করেন আমির। মুখোমুখি হওয়া নিজের প্রথম বলেই সামি আসলামের হাতে ক্যাচ দিয়ে ফিরেন আরেক ওপেনার টম লাথাম।
এরপর ক্রিজে রাভালের সঙ্গী হন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনিও। দেখেশুনে শুরু করলেও সোহেল খানের শিকারে পরিণত হয়ে ১৩ রানে আউট হন উইলিয়ামসন।
২১ ওভার শেষে বৃষ্টিতে দিনের খেলার পরিত্যক্ত হবার আগে দিন শেষে দু’বার জীবন পেয়ে ৩৫ রানে অপরাজিত থেকে যান রাভাল। তার সঙ্গী রস টেইলর অপরাজিত ছিলেন ২৯ রানে। ২০ বলে ৬টি চারে নিজের মারমুখী ইনিংসটি সাজান টেইলর।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৭৭/২, ২১ ওভার (রাভাল ৩৫*, টেইলর ২৯*, আমির ১/১৫)।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়