Wednesday, November 23

নওগাঁয় বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ১

নওগাঁয় বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ১
নওগাাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে একটি আমেরিকার তৈরি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আতাউর রহমান (২১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মাস্তানের মোড় থেকে তাকে আটক করা হয়। আতাউর রহমান জেলার মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের মো. সাইফুদ্দিনের ছেলে।

সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জেলার পোরশা-সাপাহারের ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশের ভিতরে অস্ত্র নিয়ে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার মাস্তানের মোড় অবস্থান নেয়া হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানকার একটি চায়ের দোকান থেকে আতাউর রহমানকে আটক করা হয়। তারপর তার শরীরে তল্লাশি চালিয়ে আমেরিকার তৈরি একটি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুর রাজ্জাক আরো জানান, আতাউর রহমান প্রায় বছর দু’য়েক থেকে এই অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে পুলিশকে জানিয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো থানায় মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়