Tuesday, November 1

কানাইঘাটে জাতীয় যুব দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক: “আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০১৬ উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী ইউটিডিসি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিষার মুন্সী তোফায়েল আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের সিএম আব্দুল আউয়ালের পরিচালনায় র‌্যালী পরবর্তী সকাল ১১টায় ইউটিডিসি হলে যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিন্টু চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা রেজা আহমদ, প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি মিন্টু চৌধুরী বলেন প্রশিক্ষিত যুবকরাই সমৃদ্ধশালী দেশ গঠনে সহায়ক শক্তি হিসাবে ভূমিকা রাখছে। টেকসই উন্নয়নের মূল ভিত্তিকে শক্তিশালী করতে হলে যুবক ও তরণদের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশের আত্মসামাজিক উন্নয়নে এগিয়ে আসলেই বাংলাদেশ শীঘ্রই মধ্যমায়ের দেশে পরিণত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়