Monday, October 10

মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
কানাইঘাট নিউজ ডেস্ক: ইয়েমেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত ভূখন্ড থেকে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ছোড়া দু’টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
সংঘাতপূর্ণ দেশটির লোহিত সাগর উপকূলে নিয়মিত টহলরত যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্র দু’টি ধ্বংস করা হয়।

সোমবার মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র পলা ডান বলেন, ইউএসএস মাসন রোববার সন্ধ্যা ৭ টার দিকে জাহাজ অভিমুখে আসা দু’টি ক্ষেপণাস্ত্র সনাক্ত করে।

তিনি এক বিবৃতিতে জানান, এ সময় আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি নিয়মিত টহল দিচ্ছিল।

ডান জানান, জাহাজে আঘাত হানার আগেই উভয় ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে পানিতে পড়ে যায়। তিনি আরো জানান, 'এতে আমাদের কোন সৈন্য আহত হয়নি। জাহাজেরও ক্ষতি হয়নি।'

ইরান সমর্থিত বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের ধারণা ক্ষেপণাস্ত্র দু’টি ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত ভূখন্ড থেকে ছোড়া হয়েছে।'

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়