Friday, October 7

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
কানাইঘাট নিউজ ডেস্ক: এবছর শান্তিতে নোবেল পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। আজ শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তার নাম ঘোষণা করেছে।

এক বিবৃতিতে নোবেল কমিটি জানিয়েছে, কলম্বিয়ায় গত পাঁচ দশক ধরে ফার্ক বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে যে সংঘাত চলছিল সেটি অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সান্তোস। দীর্ঘ সময় ধরে চলা এ গৃহযুদ্ধে কমপক্ষে ২ লাখ ২০ হাজার লোকের মৃত্যু হয়েছে। আর গৃহহীন হয়েছে ৬০ লাখেরও বেশি মানুষ।

পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন এই প্রেসিডেন্ট। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়