Monday, October 24

হাইতির কারাগার থেকে ১৭০ জনের বেশি বন্দি পালিয়েছে

হাইতির কারাগার থেকে ১৭০ জনের বেশি বন্দি পালিয়েছে

কানাইঘাট নিউজ ডেস্ক: হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৪৫ কিলোমিটার দূরের আর্কাহাইয়ের একটি কারাগার থেকে ১৭০ জনের বেশি বন্দি পালিয়ে গেছে।

বন্দিরা পাঁচটি রাইফেল লুট করে। এ সময় কারারক্ষীদের সঙ্গে বন্দিদের গুলি বিনিময়ে একজন রক্ষী ও এক বন্দি নিহত হয়।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তায় পলাতকদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

হাইতি সরকার টুইটারে এই ঘটনার নিন্দা জানিয়ে একে কারা বিদ্রোহ হিসেবে অভিহিত করেছে। বিচারমন্ত্রী ক্যামিল এডুয়ার্ড জুনিয়র বলেন, ‘এই ঘটনায় এক কারারক্ষী নিহত হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘এই ঘটনায় এক বন্দি নিহত ও অপর তিনজন আহত হয়েছে।’

এখন পর্যন্ত ১১ পলাতক বন্দিকে আটক করা হয়েছে। কারাগারের আশপাশের এলাকাগুলোতে চেকপয়েন্ট বসানো হয়েছে।
আর্কাহাইয়ের ওই কারাগারের বন্দিরা কারাগারের পোশাক পরে না। তাই তাদের জন্য সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া সহজ হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়