নিজস্ব প্রতিবেদক:
অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অর্ন্তভুক্ত কানাইঘাট দক্ষিণ বাজার শাখার নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি এবং পরিবহন শ্রমিকদের উপর বিভিন্ন সময় নির্যাতন, নিপীড়ন, হয়রানী বন্ধের দাবীতে উপজেলার যৌথ ১২টি শ্রমিক সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা শুক্রবার সন্ধ্যা ৭টার সময় অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর কানাইঘাট দক্ষিণ বাজার কার্য়ালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা জসীম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের নির্বাহী সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জুনেদ হাসান জীবানের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় উপজেলার যৌথ ১২টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সম্প্রতি কানাইঘাট দক্ষিণ বাজার শাখা ৭০৭ এর অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের নামে যে মামলা দায়ের করা হয়েছে উক্ত মামলা থেকে তাদের অব্যাহতি দিতে হবে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শ্রমিক সংগঠনগুলোর কোন আপত্তি নেই। সেই সাথে প্রশাসন কর্তৃক শ্রমিকদের হয়রানী, নির্যাতন বন্ধ না করা হলে শীঘ্রই উপজেলার ১২টি যৌথ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়