Friday, October 28

ঘুরে আসুন ভ্যানকুভারের দর্শনীয় কয়েকটি স্থান থেকে

ঘুরে আসুন ভ্যানকুভারের দর্শনীয় কয়েকটি স্থান থেকে

কানাইঘাট নিউজ ডেস্ক: কলাম্বিয়ার ব্যস্ততম পশ্চিম উপকূলীয় বন্দর ভ্যানকুভার। পাহাড়ে ঘেরা বৈচিত্র্যময় এই শহরটি দীর্ঘদিন ধরেই পর্যটকদের আকৃষ্ট করে চলেছে। তাহলে জেনে স্থানটির প্রধান অাকর্ষণগুলো...

১. কেপিলানো সাসপেনশান ব্রিজ
ব্রিজটির যেমন নাম তেমন এর অবস্থান। ১৩৭ মিটার (৪৫০ ফুট) দীর্ঘ ব্রিজটি চলে গেছে একটি ক্যানিয়ন এবং ৭০ মিটার দীর্ঘ ক্যাপিলানো নদীর উপর দিয়ে। চমৎকার এই ব্রীজটি থেকে নদী আর ঘন সবুজ বনের দৃশ্য উপভোগ করা একটি অসাধারণ অভিজ্ঞতা। পর্যটকদের কাছে ব্রীজটি তাই একটি বিশেষ আকর্ষণ। লং ড্রাইভে চলে যেতে পারেন, একপ্লোর করতে পারেন বন আর বনের প্রাণীদের ব্রীজের উপর থেকেই, শুরু করতে পারেন থ্রিলিং ক্লিফওয়াক।

২. ফ্লাইওভার কানাডা
কানাডাকে দেখুন সম্পূর্ণ ভিন্ন এক রূপে যেভাবে দেখেন নি কোনদিন। কিভাবে? চলে যান এই নতুন দূর্দান্ত পর্যটক আকর্ষণের কাছে। কানাডার উপর উড়ে উড়ে দেখুন এবার এর শ্বাসরুদ্ধকর সৌন্দর্য্য। অবেক হচ্ছেন? সকল বয়সের মানুষ নিতে পারবেন এই অভিজ্ঞতা। একটি মুক্ত ফ্লাইটে উঠবেন, আপনার সামনে বিশাল স্ক্রীনে লেটেস্ট প্রজেকশান এবং রাইড টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হবে সত্যিকারের উড়ে বেড়ানোর অভিজ্ঞতা। বাতাস, সুঘ্রাণ, কুয়াশা কি নেই সেখানে!

৩. হার্বার ক্রুজ এন্ড ইভেন্টস
ভ্যানকুভারের অসীম সৌন্দর্য্য মন ভরে উপভোগ করতে হার্বার ক্রুজে ভ্রমণ করুন। একটি শহরকে এক্সপ্লোর করার অনন্য এবং আনন্দদায়ক উপায় এটি। রাতে যেমন ক্রুজটি হয়ে ওঠে আলো ঝলমলে, ক্রুজ থেকে আপনি দেখতে অন্যরকম এক ভ্যনকুভারকে। রাতে তার সজ্জাও কম আকর্ষণীয় নয়। ক্রুজের মাঝে খাওয়া, স্পা, বিনোদনসহ সকল বিলাসবহুল আয়োজন মজুদ আছে।

৪.  ভ্যানকুভার একুরিয়ামআমাজনের সুমেরু অঞ্চলের ৫০ হাজারেরও বেশি জীবের বাস এই ভ্যানকুভার একুরিয়ামে। সামুদ্রিক ভোঁদড়, ডলফিন আর তিমির শোগুলো কোনভাবেই মিস করবেন না। পুরো একুরিয়ামটিই আপনাকে বিস্মিত করবে। কোথাও দাঁড়িয়ে দেখবেন আলো জ্বেলে ভেসে বেড়াচ্ছে অগণিত জিলিফিস। কোথাও আদুরে ভঙ্গীতে এগিয়ে আসছে বিশাল তিমি, কোথাও ভেসে বেরাচ্ছে কচ্ছপেরা আবার কোথাও চুপ মেরে বসে আছে রঙ্গীন অক্টোপাস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়