Thursday, October 13

কানাইঘাট প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন ! আজির সভাপতি, রশিদ সাধারণ সম্পাদক


নিজস্ব প্রতিবেদক: উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখা সহকারী শিক্ষক সমিতির নির্বাচন বৃহস্পতিবার স্থানীয় মৌবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৫২১ জন ভোটারের মধ্যে ৪১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২১টি পদের এ নির্বাচনে দু’টি প্যানেলের মধ্যে নজমুল-রশিদ-ছিদ্দিক পরিষদ থেকে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ ১৬টি পদে এবং খাজা আজির-নিহার-শাব্বির পরিষদ থেকে সভাপতি সহ ৬টি পদে বিজয় হয়। সভাপতি পদে খাজা মোঃ আজির উদ্দিন, সহ সভাপতি (পুরুষ) শামসুল আলম, সহ সভাপতি (মহিলা) জাহানারা বেগম, সাধারণ সম্পাদক পদে মোঃ রশিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক (পুরুষ) মোঃ ফয়ছল আহমদ, সহ সাধারণ সম্পাদক (মহিলা) মুর্শিদা বেগম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ছিদ্দিক, সহ সাংগঠনিক মোঃ হারুন রশিদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা সম্পাদক নিলুফার ইয়াসমিন, প্রচার সম্পাদক আয়োরুল হক, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান, প্রকাশনা সম্পাদক মোঃ জাহেদ হোসাইন, আইন সম্পাদক মোঃ ইয়াহইয়া, আপ্যায়ন সম্পাদক সালেহা বেগম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সদস্য (পুরুষ) আবুল কালাম, জয়নাল আবেদীন, সদস্য (মহিলা) পদে আমিরুন নেছা, সেলিনা আক্তার বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রধান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শিক্ষক নাসির উদ্দিন ও সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, নির্বাচন অফিসের সহকারী আসির উদ্দিন, জালাল উদ্দিন, মুজিবুর রহমান, মাহবুবুর রশিদ, বুলবুল আহমদ। নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা সরকারী প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি, কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়