Monday, October 17

পাকিস্তানকে হারাতে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৫১

পাকিস্তানকে হারাতে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৫১

কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন টেস্ট সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে আজ ২৫১ রানের লক্ষ্যে মাঠে নামবে ক্যারিবীয়রা।

এর আগে পাকিস্তানের প্রথম ইনিংসের ৫৭৯ রানের জবাবে ৩৫৭ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় ইনিংসেই ঘুরে দাঁড়ায় জেসন হোল্ডারের দল। দেভেন্দ্রা বিশু ৮ উইকেট নিলে ১২৩ রানেই গুটিয়ে যায় মিসবাহ-উল-হকরা।

পাকিস্তানের প্রথম ইনিংসে ট্রিপল সেঞ্চুরি করা আজহার আলী দ্বিতীয় ইনিংসে মাত্র ২ রানেই গাব্রিয়ালের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সামি আসলাম (৪৪)।

অন্যদিকে চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ৯৫। দুটি উইকেটই নিয়েছেন আমির। ব্রাভো ও স্যামুয়েলস অপরাজিত আছেন যথাক্রমে ২৬ ও ৪ রানে।

স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৫৭৯/৩ (ইনিংস ঘোষণা)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৭

পাকিস্তান ২য় ইনিংস: ৩১.৫ ওভারে ১২৩ (আসলাম ৪৪, আজহার ২, শফিক ৫, বাবর ২১, মিসবাহ ১৫, সরফরাজ ১৫, নওয়াজ ০, ওয়াহাব ৫, ইয়াসির ২, সোহেল ১*, আমির ১; গ্যাব্রিয়েল ১/২৩, কামিন্স ০/২৯, বিশু ৮/৪৯, হোল্ডার ১/১২)

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৩১ ওভারে ৯৫ (ব্র্যাথওয়েইট ৬, জনসন ৪৭, ব্রাভো ২৬*, স্যামুয়েলস ৪*; আমির ২/২৬, সোহেল ০/৪, ইয়াসির ০/৪০, নওয়ার ০/৭, ওয়াহার ০/১৩)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়