কানাইঘাট নিউজ ডেস্ক:
এমসি কলেজের পুকুর পাড়ে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গলায় অপারেশন করে নলের মাধ্যমে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে নার্গিসকে লাইফ সাপোর্টের নির্ভরতা কমিয়ে আনা যাবে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে তাকে ঢাকায় আনা হয়। ওই দিন দুপুরে স্কয়ার হাসপাতালে তার অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন। এরপর আরও ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয় তাকে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়