Thursday, October 20

আওয়ামী লীগের সম্মেলন: সিলেট থেকে যোগ দেবেন ২০৪ কাউন্সিলর


কানাইঘাট নিউজ ডেস্ক: ২২ ও ২৩ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ও কাউন্সিল। দলের সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশের মত সিলেটের নেতা-কর্মীরাও উজ্জীবিত। সম্মেলনে কাউন্সিলর এবং ডেলিগেটরা অধীর আগ্রহে এখন অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের। দলীয় সূত্রে জানা গেছে, এবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ২০৪ জন কাউন্সিলর ও প্রায় ১ হাজার ৩শ’ ডেলিগেট সম্মেলনে অংশ নিচ্ছেন। এর মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের কাউন্সিলর ১৬৫ ও ডেলিগেট এক হাজার জন। আর মহানগর আওয়ামী লীগের কাউন্সিলর ৩৯ ও ডেলিগেট ৩শ’ জন রয়েছেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, এবার মহানগর আওয়ামী লীগের ৩৯ জন কাউন্সিলর এবং ৩শ জন ডেলিগেট সম্মেলনে যোগ দেবেন। জনসংখ্যার নিমিত্তে প্রতি ২৫ হাজারে একজন করে ডেলিগেট নেওয়া হয়েছে বলেন জানান তিনি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, জেলা আওয়ামী লীগ থেকে ১৬৫ জন কাউন্সিলর ও এক হাজার ১৬ ডেলিগেট সম্মেলনে অংশ নিবেন। এর মধ্যে জেলা কমিটির সদস্য, উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ কাউন্সিলর হিসেবে জাতীয় সম্মেলনে যাবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়