Monday, October 3

ইংল্যান্ড ক্রিকেট দলকে ইতিহাস সেরা নিরাপত্তা

ইংল্যান্ড ক্রিকেট দলকে ইতিহাস সেরা নিরাপত্তা

কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশের নিরাপত্তা ইস্যু নিয়ে বেশ জলঘোলা হয়েছিলো। আর এমন সময়ে ইংল্যান্ডের বাংলাদেশ সফল হুমকির মুখে পড়েছিলো। তবে সে সব এখন অতিত। সিরিজ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়। আর ঢাকায় এসে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয় বলে জানিয়েছেন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং কোচ।

গত শুক্রবার ঢাকায় এসে গতকাল রোববার প্রথম অনুশীলন করেছে ইংল্যান্ড দল। আর তাদের অনুশীলনের জন্য স্টেডিয়ামে যাওয়ার পথে দেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। বাংলাদেশের ইতিহাসে কোনো ক্রিকেট দলকে এমন নিরাপত্তা দেওয়া হয়নি।

ইংলিশ ক্রিকেটারদের আবাস রেডিসন হোটেল থেকে শুরু করে মিরপুর হোম অব ক্রিকেটেও কঠোর নিরাপত্তাবেষ্টনী। হোটেলের চারপাশ নিরাপত্তাবলয় তৈরি করে রেখেছে নিরাপত্তা সংস্থাগুলো। মিরপুরে ক্রিকেট একাডেমির আশপাশের ভবনগুলোর ছাদে দায়িত্বে রয়েছেন পুলিশ সদস্যরা। এ ছাড়া পুরো স্টেডিয়ামই মোড়া নিরাপত্তার চাদরে।

ওই সময় স্টেডিয়ামের চারপাশ ঘিরে রাখেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আগে থেকে দিয়ে রাখা নির্দেশনা অনুযায়ী স্টেডিয়ামের কাছের দোকানপাট বন্ধ ছিল। ইংলিশ ক্রিকেটারদের বহন করা গাড়ি প্রবেশের আধাঘণ্টা আগে স্টেডিয়ামের সামনের রাস্তা বন্ধ করা হয়। ঢাকায় ইংলিশদের প্রথম অনুশীলনের জন্য রাখা হয়েছে আটজন স্থানীয় নেট বোলার। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনুশীলন করেন ইংল্যান্ড দল।

পক্ষান্তরে সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত অনুশীলন করে টাইগাররা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়