কানাইঘাট নিউজ ডেস্ক: দক্ষিণ
কোরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় নগরী উলসানের কাছে একটি মহাসড়কে একটি বাস
বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে গেলে অন্তত ১০ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।
শুক্রবার পুলিশ একথা জানায়।
ঠিক কি কারণে বাসটি বিধ্বস্ত হয় তা জানার জন্য তদন্ত চলছে। বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার সময় ওই বাসে ২০ জন আরোহী ছিল। বাসের সামনের একটি চাকা বিস্ফোরিত হওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কংক্রিটের রেলিংয়ের ওপর সজোরে আছড়ে পড়ে এবং এবং এতে আগুন ধরে যায়।
অজ্ঞাত পরিচয়ের এক প্রত্যক্ষদর্শী জানান, ‘দুর্ঘটনার পর বাসটি থেকে অল্প সংখ্যক লোক বেরুতে পেরেছিল। এরপরই বিকট বিস্ফোরণের পর বাসটিতে আগুন ধরে যায়।
বাসের একটি দরজা কংক্রিটের রেলিংয়ে আটকে যাওয়ায় যাত্রীদের অর্ধেক বাসের ভেতরে আটকা পড়ে। যাত্রীদের অধিকাংশই ছিলেন অবসরপ্রাপ্ত। তারা চীনে সফর শেষে বিমানবন্দর থেকে ফিরছিলেন।
শুক্রবার পুলিশ একথা জানায়।
ঠিক কি কারণে বাসটি বিধ্বস্ত হয় তা জানার জন্য তদন্ত চলছে। বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার সময় ওই বাসে ২০ জন আরোহী ছিল। বাসের সামনের একটি চাকা বিস্ফোরিত হওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কংক্রিটের রেলিংয়ের ওপর সজোরে আছড়ে পড়ে এবং এবং এতে আগুন ধরে যায়।
অজ্ঞাত পরিচয়ের এক প্রত্যক্ষদর্শী জানান, ‘দুর্ঘটনার পর বাসটি থেকে অল্প সংখ্যক লোক বেরুতে পেরেছিল। এরপরই বিকট বিস্ফোরণের পর বাসটিতে আগুন ধরে যায়।
বাসের একটি দরজা কংক্রিটের রেলিংয়ে আটকে যাওয়ায় যাত্রীদের অর্ধেক বাসের ভেতরে আটকা পড়ে। যাত্রীদের অধিকাংশই ছিলেন অবসরপ্রাপ্ত। তারা চীনে সফর শেষে বিমানবন্দর থেকে ফিরছিলেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়