কানাইঘাট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জেতায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলকে।
প্রথম ওয়ানডেতে ২২ রানে হারার পর আজ রাজধানীর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ইংল্যান্ডকে ৩৪ রানে হারায়। এর ফলে তিন দিনের ম্যাচের ফলাফলে ১-১ এ পর্যায়ে দাঁড়ালো।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাগণসহ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের ইংল্যান্ড দলকে হারানোতে অভিনন্দন জানিয়েছেন।
এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, ইংল্যান্ডের সঙ্গে তিনদিনের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় খেলায় জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সিরিজের তৃতীয় ওয়ানডেটি ১২ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
প্রথম ওয়ানডেতে ২২ রানে হারার পর আজ রাজধানীর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ইংল্যান্ডকে ৩৪ রানে হারায়। এর ফলে তিন দিনের ম্যাচের ফলাফলে ১-১ এ পর্যায়ে দাঁড়ালো।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাগণসহ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের ইংল্যান্ড দলকে হারানোতে অভিনন্দন জানিয়েছেন।
এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, ইংল্যান্ডের সঙ্গে তিনদিনের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় খেলায় জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সিরিজের তৃতীয় ওয়ানডেটি ১২ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়