Thursday, October 27

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী, সম্পাদক জুয়েল


কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু সভাপতি ও ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে বৃহস্পতিবার দুপুরে দলটির গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন। এছাড়া মোস্তাফিজুর রহমান সিনিয়র সহ-সভাপতি, গোলাম সারোয়ার সহ-সভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরাজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইয়াসিন আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এতদিন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন হাবিব-উন নবী খান সোহেল। বিএনপির বর্তমান কমিটিতে তিনি যুগ্ম মহাসচিব হয়েছেন। ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিবও তিনি। আর সাধারণ সম্পাদক ছিলেন মীর সরাফত আলী সপু। তিনি বর্তমানে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়