কানাইঘাট নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সেলিম উদ্দিন এমপি বলেছেন, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে আমি বদ্ধপরিকর। আমার নির্বাচনী এলাকা জকিগঞ্জ-কানাইঘাটের সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে আমি বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছি। মানুষের সেবা করতে মহান আল্লাহ আমাকে সংসদে পাঠিয়েছেন। আমি জকিগঞ্জ-কানাইঘাট উপজেলাবাসীর উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি সোমবার জকিগঞ্জের বাবুর বাজারে কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য জাকির হোসাইনের সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি গঙ্গাজল এলাকার দুজন নিরীহ ব্যাক্তির বিরুদ্ধে পুলিশ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলার সমালোচনা করে বলেন, নিরীহ লোকদের সাজানো মামলা দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে নিরীহদের অব্যাহতি দেয়া হোক।
বাবুর বাজার আঞ্চলিক শাখা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও জকিগঞ্জ সদর ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. ছালেহ আহমদ সাবুর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য জাকির হোসাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাপা নেতা এমএ মতিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবসংহতির সভাপতি আলতাফুর রহমান আলতা, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, জেলা শ্রমিক পার্টির সভাপতি ইউসুফ তরফদার, সাধারণ সম্পাদক শেলু মিয়া, জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি মুজিবুর রহমান ডালিম, একিউ এম ফারুক, উপজেলা যুব সংহতির সাবেক আহবায়ক জালাল উদ্দিন।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপা নেতা ও ইউপি চেয়ারম্যান মাহতাব আহমদ চৌধুরী, ইউপি জাপার সাধারণ সম্পাদক নোমানুর রশিদ, উপজেলা যুব সংহতির সাবেক আহবায়ক আব্দুল মতিন, উপজেলা যুব সংহতির আহবায়ক শাহ আলম, আব্দুল আজিজ সিরাজী, বদরুল হাসান, ওলিউর রহমান, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক রুহুল আমিন, স্বাগত বক্তব্য রাখেন জাপা নেতা আব্দুল আহাদ। অনুষ্টানের শুরুতে জকিগঞ্জ ও সুলতানপুর ইউপি জাপা নেতৃবৃন্দ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ এবং হুইপ সেলিম উদ্দিন এমপির সম্মানে মানপত্র পাঠ করেন ইউপি জাপার সাধারণ সম্পাদক ছালেহ আহমদ সাবু।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়