Friday, October 7

কানাইঘাটে দূর্গাপূজায় নিরাপত্তার হ্যান্ড মেটাল ডিটেক্টর যন্ত্র হস্তান্তর


কানাইঘাট নিউজ ডেস্ক: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কানাইঘাট উপজেলার বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তার স্বার্থে সিলেট জেলা আওয়ামীলীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ৩ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাক আহমদ পলাশের ব্যাক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার সিলেট পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের হাতে হ্যান্ড মেটাল ডিটেক্টর যন্ত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ড. আ.ক.ম আকতারুজ্জামান বসু মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার মো. জাবেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত খান। আরোও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার উত্তর সার্কেল ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদ উদ্দিন আসাদ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি এম নিজাম উদ্দিন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা । হ্যান্ড মেটাল ডিটেক্টর যন্ত্র হস্তান্তর কালে পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা পৌছে দিতে পুলিশ কাজ করে। শারদীয় দূর্ঘাপূজা উপলক্ষে কানাইঘাট থানাকে সর্বপ্রকার নিরাপদ মূলক ব্যবস্থা গ্রহণে কাজ করে যাবে প্রশাসন। পাশাপাশি মানুষের সাথে পুলিশের যোগাযোগকে সহজ করা, ছদ্মবেশী অপরাধীদের সনাক্ত করার জন্য আমরা কাজ করছি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়