Wednesday, October 12

ছেলের প্রেমিকাকে লুকিয়ে রাখতে চান শাহরুখ!‌

ছেলের প্রেমিকাকে লুকিয়ে রাখতে চান শাহরুখ!‌

কানাইঘাট নিউজ ডেস্ক: একে তারকার ছেলে। তার ওপর খুব শিগগির বড় পর্দায় পা রাখতে চলেছেন। শাহরুখ খানের ছেলে আরিয়ানকে নিয়ে এমনিতেই উৎসাহের শেষ নেই। তা সত্ত্বেও ছেলেকে প্রচারের আলো থেকে আপাতত দূরে রাখতে চান শাহরুখ খান।

সম্প্রতি টুইটারে অনুরাগীদের সঙ্গে কথা বলছিলেন শাহরুখ খান। এক ব্যক্তি আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে বসেন। জানতে চান, আরিয়ানের জীবনে সেই বিশেষ মানুষটি কে?‌ বেশ রসিকতার সঙ্গেই উত্তর দিয়েছেন শাহরুখ।

জানিয়েছেন, ‌বিশেষ মানুষটিকে লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় আরিয়ান ও অমিতাভ বচ্চনের নাতনিকে নিয়ে জল্পনার শেষ নেই। বেশ কয়েকবছর ধরে প্রেম করছেন বলে খবর। তবে এ ব্যাপারে দু’‌জনের কেউই মন্তব্য করেননি।

সূত্র- আজকাল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়