Sunday, October 9

বাড়তি সুবিধা থাকলেও বাংলাদেশের বিপক্ষে সতর্ক ভুটান

বাড়তি সুবিধা থাকলেও বাংলাদেশের বিপক্ষে সতর্ক ভুটান
সংবাদ সংস্থা: এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের প্লে-অফ ম্যাচে কাল বেশ কিছু বাড়তি সুবিধা নিয়ে সফরকারী বাংলাদেশের মোকাবেলে করতে যাচ্ছে স্বাগতিক ভুটান। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে।

ম্যাচে ভুটানের প্রথম ও প্রধান সুবিধা হচ্ছে নিজেদের সহায়ক এবং প্রতিপক্ষের প্রতিকুল আবহাওয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে গিয়ে স্বাগতিক লাল-সবুজদের সঙ্গে গোল শূন্য ড্র করে দেশে ফিরেছে। এবং সবশেষ বাড়তি সুবিধা হচ্ছে সফরকারী দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মিড ফিল্ডার ইমন বাবু খেলতে পারছেন না এ ম্যাচে। হৃদ রোগে আক্রান্ত হয়ে আজ সকালেই ইমন বাবুর মা মারা গেছেন। কিন্তু আজ ভুটানে বিমানের কোন ফ্লাইট না থাকায় কালই দেশে ফিরে যাচ্ছেন প্রতিশ্রুতিশীল এই মিডফিল্ডার।

ভূ-পৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা প্রায় ২৩০০ মিটার। তাই সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়াটা বিশ্বের যে কোন দলের জন্যই বেশ কঠিন। আর বাংলাদেশের জন্য কষ্টটা একটু বেশীই। কারণ, এখানে এর আগে জাতীয় দল কখনোই খেলতে আসেনি। উচ্চতার সাথে খাপ খাওয়াতে সময় লাগবে আরো কিছুদিন। কিন্তু খাপ খাওয়ানোর জন্য মাত্র তিনদিন সময় পেয়েছে তারা। ৩ দিনের অনুশীলনে ভুটানের আবহাওয়ার সাথে মানিয়ে নেয়া কোনভাবেই সম্ভব নয় লাল-সবুজদের জন্য।

তারপরও বেশ সতর্ক স্বাগতিক দল। বরং নিজেদের নিয়েই বেশী ভাবছেন কোচ টরস্টেন স্পিটলার। ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভালো একটি লড়াইয়ের আশা করছেন তিনি। বলেন, ‘এ ম্যাচে দু’দলই ফেভারিট। প্রথম পর্বের ম্যাচে আমরা দু’দলই গোলশূন্য ছিলাম। তাই এখান থেকে নতুন করে শুরু করতে হবে। আর দু’দলেরই মানসম্পন্ন ফুটবলার আছে। তাই কোন দলকেই এককভাবে এগিয়ে রাখা সম্ভব নয়।’

নিজের দল নিয়ে পুরোপুরি আশাবাদী স্পিটলার। হোমগ্রাউন্ডের সুবিধা নিয়ে ‘ডু অর ডাই’ ম্যাচে জিততে চান তিনি। বলেন, ‘দলের সবাই পুরোপুরি ফিট আছে। বাংলাদেশের বিরুদ্ধে এ ম্যাচকে সামনে রেখে ছেলেরা বেশ আত্মবিশ্বাসী। আমরা অবশ্যই লড়াই করবো। প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো কিছু করার জন্যই মাঠে নামবো। বাংলাদেশ যেমন এখানে এসে আবহাওয়ার জন্য সমস্যায় ভুগছে। আমরাও ঢাকায় গিয়ে তেমনিভাবে সমস্যার মুখোমুখি হয়েছিলাম। তবে এখানে এসে বাংলাদেশ দলের কোচ সেইন্টফিট তার দলকে বৃদ্ধিমত্তার মাধ্যমে আবহাওয়ার এ পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করবে। তার মানে এই নয় যে, আমরা হোম গ্রাউন্ডের সুবিধাটা আদায় করতে পারবো না। আমরা অবশ্যই চেষ্টা করবো যতটা সম্ভব হোমগ্রাউন্ডের সুবিধা আদায় করে নিতে।’

এশিয়াকাপে খেলতে হলে আগামিকাল জিততেই হবে ভুটানকে। যে কারণে কিছুটা চাপে আছে স্বাগতিকরা। তবে এ চাপটা নিতে নারাজ কোচ স্পিটলার।

তিনি বলেন, ‘জিততেই হবে এমন চাপ নিতে চাই না। নিজেদের সেরা খেলাটাই খেলতে চাই মাঠে। কারণ, এ মুহূর্তে আমার খেলোয়াড়রা বেশ ভালো অবস্থানে রয়েছে।’

কালকের ম্যাচের পরিকল্পনা সম্পর্কে খোলাসা করে কিছুই জানাননি ভুটানের কোচ, ‘বাংলাদেশে আমার পরিকল্পনা ছিলো তাদের রুখে সুবিধামতো কাউন্টার অ্যাটাকে গোল আদায় করা। আর এখন আমার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। এবার টার্গেট যতোটা সম্ভব বেশী সময় বল দখলে রেখে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের মধ্যে রাখা।’

ইমন বাবুর মায়ের জন্য মন খারাপ বাংলাদেশ দলের। এটা ভুটান দলের জন্য বাড়তি কোন সুবিধা কিনা এমন প্রশ্নে জবাবে জার্মানীর এ কোচ বলেন, ‘আমি প্রথমেই বাংলাদেশী ফুটবলার ইমন বাবুর জন্য দুঃখ প্রকাশ করছি। একজন প্লেয়ারের মা মারা গেলে পুরো দল মানসিকভাবে কিছুটা ভেঙ্গে পড়বে এটাই স্বাভাবিক। তবে এ পরিস্থিতি বাংলাদেশ দল দ্রুতই কাটিয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। কারণ, দলটির কোচ সেইন্টফিট বেশ বৃদ্ধিমান।’

ভুটানের অধিনায়ক সেরদুপ বলেন, ‘কোচের অধীনে ভালো ভাবেই অনুশীলন করছি। আশা করছি ভালো করতে পারবো। আমরা স্পিটলার স্পিটলারের কাছ থেকে অনেক কিছুই রপ্ত করেছি। সেটাই মাঠে কাজে লাগানোর চেষ্টা করবো।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়