Wednesday, October 12

কাবুলে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলা : নিহত ১৪


কানাইঘাট নিউজ ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্যসহ ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে কাবুল ইউনিভার্সিটির পাশে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে অন্তত ১০০ জন শিয়া সম্প্রদায়ের লোকজন ছিলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি জানান, হামলার সময় অন্তত দুই অস্ত্রধারী নিহত হয়েছে। এদিকে, একজন প্রত্যক্ষদর্শী জানান, এক হামলাকারী পুলিশের পোশাক পরে ঘটনাস্থলে আসে। এ সময় প্রথমে পিস্তল দিয়ে সে পুলিশের ওপর গুলি চালায়। এরপর পুলিশের কাছ থেকে একে-৪৭ রাইফেল ছিনিয়ে নিয়ে পুলিশের উপর গুলি চালায় সে। ঘটনাস্থলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আবারও হামলা হতে পারে এ আশঙ্কায় শিয়া সম্প্রদায়ের লোকজনকে পাবলিক প্লেসে মিছিল না করা পরামর্শ দিয়েছে নিরাপত্তারক্ষী বাহিনী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়