Monday, October 3

জাপানের দিকে দ্রুত ধাবিত হচ্ছে টাইফুন

জাপানের দিকে দ্রুত ধাবিত হচ্ছে টাইফুন

কানাইঘাট নিউজ ডেস্ক: জাপানের সর্বদক্ষিণে ওকিনাওয়া দ্বীপপুঞ্জের দিকে সোমবার একটি শক্তিশালী টাইফুন ধেয়ে আসছে। এর প্রভাবে প্রবল ঝড়ো বাতাস বয়ে যাওয়ায় বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ‘প্রচণ্ড শক্তিশালী’ টাইফুনটি দিন শেষে দ্বীপপুঞ্জটিতে আঘাত হানতে পারে। এর প্রভাবে এখন ঘণ্টায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) বেগে ঝড় বয়ে যাচ্ছে।

টাইফুনটি সোমবার ভোরে ওকিনাওয়ার রাজধানী নাহা থেকে প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এবং এটি উত্তর-উত্তরপূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছিল।

ওকিনাওয়ায় আঘাত হানার পর এটি মঙ্গলবার জাপানের প্রধান দ্বীপ হনসুতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্বীপটিতে উঁচু ঢেউ ও প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

অল নিপ্পন এয়ারওয়েজ ও জাপান এয়ারলাইন্স জানিয়েছে, টাইফুনের কারণে এ পর্যন্ত মোট ১২৫টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়াও সোমবার ওকিনাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোও বন্ধ রাখা হয়েছে।

সূত্র : এএফপি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়