কানাইঘা্ট নিউজ ডেস্ক: মডেল
হিসাবেই দর্শকপ্রিয়তায় আসেন মডেল-অভিনেত্রী জেসমিন জুঁই। এই প্রথম মিউজিক
ভিডিওর মডেল হয়েই দর্শক মহলে বেশ সাড়া ফেলেন তিনি। এরই মধ্যে তার অভিনীত
‘পরাণ’ গানটি ইউটউবে ১২ লাখেরও বেশিবার দেখা হয়েছে। ভিডিওটিতে জুঁই’র
বিপরীতে মডেল হিসাবে ছিলেন সাজ্জাদ ও শান্ত। গানটি ‘প্রিয় তুই’ শিরোনামের
অ্যালবাম থেকে নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে জুঁই বললেন, ‘প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করলাম। আমি ফটোসেশনে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কাজটি করার সময় কিছুটা দ্বিধায় ছিলাম। এখন দর্শকদের সাড়া দেখে খুবই ভালো লাগছে। বন্ধু-বান্ধবরা তো মজা করে পরাণ যায় বলেও ডাকছে।’
গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শফিক তুহিন। এর কথা ও সুর করেছেন এস আই শহীদ। সঙ্গীত আয়োজনে ছিলেন রেজওয়ান শেখ। পরাণ'র ভিডিওটিতে সাড়া পাবার পর জুঁই 'কিছু স্বপ্ন' এবং 'মন চোর' গানে মডেল হয়েছেন।
শিগগিরই ন্যান্সির কণ্ঠে গাওয়া 'মন চোর' ভিডিওটিতে নতুন রুপে দেখতে পাবেন দর্শকরা-এমনটাই জানালেন জানালেন জেসমিন জুঁই।
এ প্রসঙ্গে জুঁই বললেন, ‘প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করলাম। আমি ফটোসেশনে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কাজটি করার সময় কিছুটা দ্বিধায় ছিলাম। এখন দর্শকদের সাড়া দেখে খুবই ভালো লাগছে। বন্ধু-বান্ধবরা তো মজা করে পরাণ যায় বলেও ডাকছে।’
গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শফিক তুহিন। এর কথা ও সুর করেছেন এস আই শহীদ। সঙ্গীত আয়োজনে ছিলেন রেজওয়ান শেখ। পরাণ'র ভিডিওটিতে সাড়া পাবার পর জুঁই 'কিছু স্বপ্ন' এবং 'মন চোর' গানে মডেল হয়েছেন।
শিগগিরই ন্যান্সির কণ্ঠে গাওয়া 'মন চোর' ভিডিওটিতে নতুন রুপে দেখতে পাবেন দর্শকরা-এমনটাই জানালেন জানালেন জেসমিন জুঁই।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়