Thursday, October 27

যুদ্ধবিধ্বস্ত মসুল থেকে পালিয়েছে ১০ হাজার মানুষ

যুদ্ধবিধ্বস্ত মসুল থেকে পালিয়েছে ১০ হাজার মানুষ

কানাইঘাট নিউজ ডেস্ক: ইরাক সরকার এই মাসে ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণ থেকে মসুল উদ্ধারের অভিযান শুরু করেছে। ফলে যুদ্ধবিধ্বস্ত মসুল থেকে ১০ হাজারের বেশি মানুষ নিজেদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জাতিসংঘ জানিয়েছে।

ইরাকি বাহিনী মসুলে প্রবেশের পর থেকে ভয়ে হাজার হাজার মানুষ পালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই এলাকায় আলজাজিরার প্রতিনিধি বলেন, যোদ্ধারা যতই জনবহুল এলাকার দিকে এগুচ্ছে ততই ভয়ে পরিবারগুলো পালাতে শুরু করেছ।

প্রতিবেদনে আরো বলা হয়, ইরাকি বাহিনী কমপক্ষে ১০ হাজার মানুষকে গ্রামছাড়া করেছে। এছাড়া পালানোর সময় অনেকে ক্রসফায়ারে নিহত হয়েছে।

এমনকি ইরাকি বাহিনী যাদের নিরাপদ ক্যাম্পে নিয়ে যাচ্ছে তারা সেখানে থাকার কোন জায়গা পাচ্ছে না বলে জানা যায়। তাই নিরাপত্তার কথা ভেবে অনেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছে।

গত দুইদিনে মসুলের অবস্থা আরো খারাপের দিকে যাওয়া বিপুল সংখ্যক মানুষ পালিয়ে যাচ্ছে।

আইএসের কবল থেকে ইরাক সরকার এরইমধ্যে ৯০টি গ্রাম উদ্ধার করেছে। এছাড়া মসুলোর বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে বলেও দাবি করছে ইরাকি সেনারা। সূত্র: আলজাজিরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়