কানাইঘাট নিউজ ডেস্ক:
‘আমাদের পেস আক্রমণটা আগের চেয়ে বেশ
শক্তিশালী হয়েছে। গেল দু’বছর ধরে পেসাররা ভালো বোলিং করছে।’ ইংলিশদের কাছে
শেষ ওয়ানডেতে ৪ উইকেটে হারার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন
মাশরাফি বিন মর্তুজা।
আজ ইংলিশদের সঙ্গে স্পিনারদের চেয়ে
পেসাররা ভালো করেছে উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আজ আমাদের স্পিনাররা তেমন
একটা টার্ন আদায় করে নিতে পারেনি। তবে পেসাররা ভালো করেছে।’
অনেকদিন পর দলে জায়গা পাওয়া শফিউলের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘শফিউল দলে অনেকদিন পর ফিরেছে। ও সিরিজে ভালো বোলিং করেছে।’
মোস্তাফিজ ইনজুরির কারণে মাঠের বাইরে। তবে মোস্তাফিজ ফিরলে বাংলাদেশের পেস বিভাগ আরও ভালো করবে বলে মনে করছেন মাশরাফি।
মোস্তাফিজ ইনজুরির কারণে মাঠের বাইরে। তবে মোস্তাফিজ ফিরলে বাংলাদেশের পেস বিভাগ আরও ভালো করবে বলে মনে করছেন মাশরাফি।
তবে ম্যাচ হারের জন্য শিশিরকে দায়ী করলেন
মাশরাফি। ‘ম্যাচের শুরুর দিকে স্পিনাররা টার্ন পেয়েছে। কিন্তু শেষের দিকে
শিশিরের কারণে আমাদের স্পিনাররা সুবিধা করতে পারেনি।’
উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করল ইংলিশরা।
(ঢাকাটাইমস/
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়