Sunday, October 16

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক চোলপাড়া থেকে ১টি ৭.৬৫ মি.মি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি সহ ওই এলাকার মনিরুল ইসলাম ওরফে মনু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে এলাকার একটি আমবাগানের ভিতর থেকে অস্ত্র বিক্রয়ের প্রস্তুতি নেবার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলম ও এনামুল করিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মনু দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। রাতে র‌্যাব-৫ এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেছে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়